২০ বছরের একটি মেয়ে ট্রেনে করে যাচ্ছে বাবার সাথে । জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাত্ চিত্কার করে মেয়েটি বলে উঠলো, "দেখ দেখ বাবা , গাছগুলো কেমন পিছিয়ে যাচ্ছে " বাবা হেসে বললেন , "না মা , গাছগুলো পিছাচ্ছেনা , আমরাই এগুচ্ছি !" মেয়েটির বিস্ময় শেষ হলোনা
ট্রেনের সেই জানালা দিয়ে আকাশে-বাতাসে যেন আরো বিস্ময় খুঁজছে সে ।
ক্ষণিক বাদেই মেয়েটি আবারো চিত্কার করে উঠলো , "দেখ বাবা , মেঘেরাও আমাদের সাথে সাথে যাচ্ছে !"
বাবা আবারো হাসলেন , মেয়ের মাথায় চাটি মেরে বললেন , "পাগলী !"
তাদের পিছনের সিটেই বসা ছিলো এক দম্পত্তি । অত বড় মেয়েটার অমন আদিখ্যেতায় তারা বিরক্ত যেন ।
একটু পর আবারো চিতকার মেয়েটির , "বাবা , ঐ কমলারাঙা সূর্যটার মত করে একটা টিপ আমার চাই-ই চাই !"
অমন সময় পিছনে বসে থাকা লোকটি মেয়েটির বাবাকে বলে উঠলো, "ভাইসাব , আপনার মেয়েকে ডাক্তারের কাছে নিচ্ছেননা কেন ?"
মেয়ের মাথা হাত বুলাতে বুলাতে বাবা বলতে থাকলেন , "নিয়েছিলাম এবং আমরা হসপিটাল থেকেই বাড়ি যাচ্ছি । আমার অন্ধ মেয়েটা আজই প্রথম চোখ মেলে পৃথিবীটা দেখছে !"
সবুজ এই গ্রহের প্রতিটা মানুষের নিজস্ব একটা গল্প আছে , প্রতিটা ঘটনার একটা করে পটভূমি আছে ! সেই প্রতিটা গল্পের , পটভুমির আলাদা আলাদা আবেদন আছে ।
সে সব না জেনেই কাউকে বা কিছুকে বিচার করতে যাওয়া অন্যায় । ঘোরতর অন্যায় ।
অথচ আমরা যেন অমন অন্যায় করতেই বেশ ভালোবাসি !
ট্রেনের সেই জানালা দিয়ে আকাশে-বাতাসে যেন আরো বিস্ময় খুঁজছে সে ।
ক্ষণিক বাদেই মেয়েটি আবারো চিত্কার করে উঠলো , "দেখ বাবা , মেঘেরাও আমাদের সাথে সাথে যাচ্ছে !"
বাবা আবারো হাসলেন , মেয়ের মাথায় চাটি মেরে বললেন , "পাগলী !"
তাদের পিছনের সিটেই বসা ছিলো এক দম্পত্তি । অত বড় মেয়েটার অমন আদিখ্যেতায় তারা বিরক্ত যেন ।
একটু পর আবারো চিতকার মেয়েটির , "বাবা , ঐ কমলারাঙা সূর্যটার মত করে একটা টিপ আমার চাই-ই চাই !"
অমন সময় পিছনে বসে থাকা লোকটি মেয়েটির বাবাকে বলে উঠলো, "ভাইসাব , আপনার মেয়েকে ডাক্তারের কাছে নিচ্ছেননা কেন ?"
মেয়ের মাথা হাত বুলাতে বুলাতে বাবা বলতে থাকলেন , "নিয়েছিলাম এবং আমরা হসপিটাল থেকেই বাড়ি যাচ্ছি । আমার অন্ধ মেয়েটা আজই প্রথম চোখ মেলে পৃথিবীটা দেখছে !"
সবুজ এই গ্রহের প্রতিটা মানুষের নিজস্ব একটা গল্প আছে , প্রতিটা ঘটনার একটা করে পটভূমি আছে ! সেই প্রতিটা গল্পের , পটভুমির আলাদা আলাদা আবেদন আছে ।
সে সব না জেনেই কাউকে বা কিছুকে বিচার করতে যাওয়া অন্যায় । ঘোরতর অন্যায় ।
অথচ আমরা যেন অমন অন্যায় করতেই বেশ ভালোবাসি !
No comments:
Post a Comment