আমরা হিন্দু কোন ভদ্রলোকের সাথে সাক্ষাত হলে অথবা হিন্দু কোন লোকের আমাদের সাথে দেখা হলে একে অপরকে সম্মান জানিয়ে আদাব দেই । বলা যায় আদাব হচ্ছে হিন্দু-মুসলমানদের ঐক্যের প্রতিক । কিন্তু আমরা কি জানি এই ‘আদাব’ শব্দটি কিভাবে এলো ? অনেকেই হয়তো জানিনা । আজ এই ব্লগের মাধ্যমে ‘আদাব’ শব্দটির উৎপত্তি কিভাবে হল আপনাদেরকে জানাতে চেষ্টা করব